রবিবার, ১ আগস্ট, ২০২১

রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রায়শই আকাশ দেখি। পুরোনো অভ্যাস বলা চলে। 
দেখি, পুরো আকাশজুড়ে কোনো এক 'সবুজ' এসে মিশে যায়। ঘিরে ফেলে পুরো আসমান। জমিন থেকে আমি দেখি, আমার আকাশ। আমার চাঁদ। 
কি তাঁর জৌলুস; আলোয় আলোয় মিশ্রিত, বিস্তৃত।
 
আমার আকাশে বারোমাস একটি চাঁদই উঠে। সবুজ চাঁদ। আমি সেই সবুজকে বহুভাবে দেখি। জানি, অতঃপর মিশে যাই।
সে সবুজকে আমার বাহুডোরে আকঁড়ে রাখি, দিলে যত্ন করি। 
আমি একজন তৃষ্ণার্ত পথিক। 
আমি নিয়ম করে সবুজে সবুজ পান করি। 
উইলিয়াম কপার বলেছিলন "There is a pleasure in poetic pains, which only poets know" 

ইয়া সাইয়েদুল মুরসালিন, ইয়া খাতামুন নাবিয়্যিন; আপনার রঙয়েই তো সুখ। আপনার রঙয়েই তো তৃপ্তি।

২৩/০৬/২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রমজানে মী-টাইম, উই-টাইম বের করা খুব টাফ ছিলো। রমজানের একটা ব্যস্ততা তো থাকেই তার সাথে সাথে সবার অফিসের কাজের চাপ। সবমিলিয়ে আমরা একসাথে থাকলে...