রবিবার, ১ আগস্ট, ২০২১

ফজরের আযানে অদ্ভুত একটা স্নিগ্ধতা পাই। গোটা পৃথিবীতে মুয়াজ্জিন তাঁর কায়দায় মুগ্ধতা ছড়ায়। কোমল আহ্বান আর আজানের সুমধুর ধ্বনি। দিনের শুরুটাই যদি হয় এমন সেলিব্রেশন দিয়ে, আর কি চাই আমাদের। 

ভাবি, দুনিয়াতে মুয়াজ্জিনের মতো এতো দরদ নিয়ে আর কে ডাকে আমাদের। আহ! কি যত্ন নিয়ে জাগিয়ে তুলেন। কন্ঠে সবটুকু আল্লাদ ঢেলে দেন। বলেন; 
"আসসালাতু খাইরুম মিনান নাউম"  
"আসসালাতু খাইরুম মিনান নাউম" 

কি প্রফুল্ল সুর আর কি প্রফুল্ল তাঁর বানী!
ফজরের সময়, মুয়াজ্জিনের আযানে আমার হৃদয় ব্যাকুল হয়। প্রাণে চাঞ্চল্য আসে। দিনের শক্তি জোগান দেই। 
খোদা, পাপ-পঙ্কিলতার জীবন ছেড়ে আপনার আনুগত্যের পথে যেনো ধাবিত হই। ক্ববুল করুন আমাদের। ক্ষমা করুন আমাদের।

২২/০৬/২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রমজানে মী-টাইম, উই-টাইম বের করা খুব টাফ ছিলো। রমজানের একটা ব্যস্ততা তো থাকেই তার সাথে সাথে সবার অফিসের কাজের চাপ। সবমিলিয়ে আমরা একসাথে থাকলে...